Home » হাদিকে গুলির ঘটনায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্তে কড়া নজরদারি

হাদিকে গুলির ঘটনায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্তে কড়া নজরদারি

কর্তৃক ajkermeherpur
63 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার পর চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে টহল, নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনার পরপরই চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চলছে। তিনি বলেন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের সব পয়েন্টে দিন-রাত অভিযান চলমান রয়েছে, যাতে কোনোভাবেই হামলাকারীরা দেশ ছাড়তে না পারে।

৬ বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অপ্রয়োজনে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তাকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেখেছে। এদিকে, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সবার সহযোগিতায় খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন