Home » হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

কর্তৃক ajkermeherpur
44 ভিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত শুক্রবার নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতা। এতে কার্যত তার নির্বাচনি প্রচারণা বন্ধ হয়ে পড়ে।

এবার হাদির পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি হাদির জন্য ভোট চাইছেন। এর আগে গতকাল রোববার রনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচার শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেন।সোমবার ফেসবুক পোস্টে রনি লিখেছেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে জানিয়ে রনি লিখেছেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

হাদির সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করে রনি বলেন, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন