মেহেরপুর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা যুবলীগের যুগ্ন আহবায়কের পুষ্পস্তবক অর্পণ। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল-এর নেতৃত্বে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে ও জেলা প্রশাসকের কার্যালয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা সাইফুল, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ যুবলীগ নেতা নাসির যুব মহিলা লীগ নেতা রোকসানা কামাল রুনু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।