মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন মোহাম্মদ আহনাফ
ফেনী প্রতিনিধি:রহিম আলী জাবেদ
মাত্র সাত মাসে সম্পূর্ণ কোরআন হিফজ করে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ আহনাফ (১০)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা ও শামীম মাস্টারের ছেলে।
জানা যায়, মোহাম্মদ আহনাফ ফেনীর ঐতিহ্যবাহী মহিপাল দারুল ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র। অল্প বয়সে অদম্য মেধা, অধ্যবসায় ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে মাত্র ৭ মাসেই তিনি সম্পূর্ণ কোরআন মাজীদ মুখস্থ করতে সক্ষম হন, যা এলাকায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ জানান, আহনাফ অত্যন্ত মনোযোগী, ভদ্র ও নিয়মিত ছাত্র। প্রতিদিন নির্ধারিত সময়ের বাইরেও সে স্বেচ্ছায় মুরাজা‘আ (পুনরাবৃত্তি) করত। তার এই অসাধারণ সাফল্যের পেছনে শিক্ষক ও পরিবারের নিবিড় তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আহনাফের বাবা শামীম মাস্টার সন্তানের এই কৃতিত্বে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন
আমরা কখনো কল্পনাও করিনি এত অল্প সময়ে সে হাফেজ হতে পারবে। আল্লাহ তার জীবনকে দ্বীনের খেদমতে কবুল করুন।
এদিকে আহনাফের এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই তাকে ভবিষ্যতে একজন আদর্শ আলেম ও কোরআনের খাদেম হিসেবে দেখতে চান।
মহান আল্লাহ যেন মোহাম্মদ আহনাফকে পবিত্র কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তাওফিক দান করেন এই দোয়া সকলের।
