নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন সহ ৯ প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন । বর্তমান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, এছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, তহমিনা খাতুন, তানভির আহমেদ রানা, খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল ও সাফুয়ান আহমেদ রূপক মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।