আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে অনিরাপদ ও মানসম্পন্ন নয় ও ঊৎপাদন তারিখ ও মেয়াদউত্তীর্ণ তারিখ উল্লেখবিহীন রুটি,কেক ও বিস্কুট আটক করে জব্দ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামী নেতৃত্বের দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা হিজুলী মধ্য পাড়ায় আরকু ফুড বেকারী আলমডাংগার আশাহাব আলীর গাড়ি তল্লাশী করে অনিরাপদ ও মানসম্পন্ন নয় ও ঊৎপাদন তারিখ ও মেয়াদউত্তীর্ণ তারিখ উল্লেখবিহীন রুটি,কেক ও বিস্কুট আটক করে জব্দ করা হয়।