Home » জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগ সেরা মেহেরপুর সদর ইউএনও মোঃ খায়রুল ইসলাম।

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগ সেরা মেহেরপুর সদর ইউএনও মোঃ খায়রুল ইসলাম।

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

আমঝুপি অফিস:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০২৫ সালের জুন মাসে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম খুলনা বিভাগে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেল এ স্বীকৃতি প্রদান করে।

একই তালিকায় গাংনী উপজেলার ইউএনও আনোয়ার হোসেন চতুর্থ এবং মুজিবনগরের ইউএনও পলাশ মন্ডল অষ্টম স্থান অর্জন করেন।

চলতি বছরের ২ জানুয়ারি মোঃ খায়রুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা এবং ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৭ সালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর টাঙ্গাইলে এনডিসি, সহকারী কমিশনার (ভূমি) এবং মুজিবনগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী মাহামুদা পারভীন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

মেহেরপুরে যোগদানের পর থেকে মোঃ খায়রুল ইসলাম বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সরকারি খাসজমি উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। ২০২৪ সালে এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করার কাজটি ছিল জনমনে দারুণভাবে প্রশংসিত।

ইতিপূর্বেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন। অমায়িক ব্যবহারের জন্য পরিচিত এই কর্মকর্তা জানান, তিনি সবার সহযোগিতা নিয়েই জনসেবায় কাজ করে যেতে চান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন