Home » তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

কর্তৃক xVS2UqarHx07
234 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,সিনিয়র সহসভাপতি আলী মর্তূজা,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী,যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান,তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাই কালাচান,লুৎফুর রহমান লাকসাব প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ শেষে উপজেলার বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. সুহেল রানা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন