Home » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন

কর্তৃক xVS2UqarHx07
228 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। এদিন সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সোমবার সকাল পৌনে ১০ টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী মৌসুমী খানম পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এছাড়াও গাংনী থানা,গাংনী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, বীর মুক্তিযােদ্ধা,গাংনী পৌরসভা,গাংনী পৌর আওয়ামী লীগ,কৃষকলীগ,গাংনী পল্লী বিদ্যুত অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। সকাল ১০টার সময় অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ডকোমেন্টারি প্রদর্শনী,চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়ােজিত আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বক্তব্য রাখেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এদিন (সােমবার) সন্ধ্যায় গাংনী উপজেলা অভিটােরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে ৭ই মার্চ উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওযার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন