নিজস্ব প্রতিবেদক:
‘‘মুজিব বর্ষের সফলতা” দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’’ এ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যােগ ব্যবস্থা বিভাগ এ সভার আয়ােজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।