Home » আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন

আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন

কর্তৃক xVS2UqarHx07
236 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুষ্টিয়ার পোড়াদহে কাপড় কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মনার। বৃহস্পতিবার দুপুরের দিকে এক সড়ক দুর্ঘটনায় মনার মৃত্যু হয়।

মনা মেহেরপুর শহরের চক্র পাড়া আবুল হাশেমের ছেলে। জানা গেছে পবিত্র রমজান মাস উপলক্ষে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মনা সহ কয়েকজন কাপড় ব্যবসায়ী একটি ভাড়া করা আলগামন যোগে পোড়াদহের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুরের কাছে আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মনা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন