আজকের মেহেরপুর ডেস্ক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মেহেরপুর দুটি দোকানের মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় পাপ্পু ট্রেডার্স এবং সদর উপজেলার বামনপাড়া সোহাগ স্টরে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মেহেরপুর শহরের কোট এলাকার মেসার্স পাপ্পু ট্রেডার্স এবং সদর উপজেলার বামনপাড়া সোহাগ স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের খাবার জব্দ করা হয়। এ সময় ওই দুই প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।