Home » সুনামগঞ্জ সীমান্তে গাঁজাসহ এক জন আটক

সুনামগঞ্জ সীমান্তে গাঁজাসহ এক জন আটক

কর্তৃক xVS2UqarHx07
344 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
মাদক বিরোধী অভিযান চালিয়ে
এক কেজি গাঁজা সহ (১জন) আটক।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়
মাছিমপুর বিওপির ক্যাম্প কমান্ডার
মোঃ জহুরুল হক এর নেতৃত্ব মাদক বিরোধী অভিযান চালিয়ে।

(১৮এপ্রিল) সোমবার ৯:৪৫ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৭/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর বাজার হতে (১) কেজি গাঁজা, (১টি) ব্যাগ, (১টি) সীমসহ মোবাইল ফোন এবং (১ জন) আসামী আটক।

আসামী মোঃ আরিফুল রহমান (তোতা মিয়া) (২৫) পিতা মোঃ আব্দুল জলিল।

গ্রাম : কদমশ্রী পো: কদমশ্রী থানা: মদন জেলা: নেত্রকোনা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক
মো: মাহবুবুর রহমান
জানান।

গাঁজা, ব্যাগ, সীমসহ মোবাইল ফোন ও আসামী বিশ্বম্ভরপুর থানা প্রেরণ করা হয়েছে এবং
সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিজার মূল্য
৫,৪০০/- টাকা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন