Home » মেহেরপুরে বাড়ির উঠোনে ছাগল বাঁধা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

মেহেরপুরে বাড়ির উঠোনে ছাগল বাঁধা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

কর্তৃক xVS2UqarHx07
251 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বাড়ির উঠোনে ছাগল বাঁধা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মালেক, ইমরান, রিপন,তানিয়া খাতুন, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম নামের ৬ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের গোরস্থান পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক মেহেরপুর শহরের গোরস্তানপাড়া মঈন উদ্দিনের ছেলে, ইমরান রিপন এবং তানিয়া আবদুল মালেকের ছেলে মেয়ে, আনোয়ার হোসেন এবং আমিরুল ইসলাম সিদ্দিকের ছেলে।

জানা গেছে গোরস্তানপাড়া আনোয়ার হোসেন পার্শ্ববর্তী মালেকের বাড়িতে একটি ছাগল বাঁধাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন