Home » নৌকার প্রার্থী হয়ে পৌঁছালে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা

নৌকার প্রার্থী হয়ে পৌঁছালে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
302 ভিউজ

আমঝুপি অফিস:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হয়ে আমঝুপি এসে পৌঁছালে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে বোরহান উদ্দিন আহমেদ চুন্নুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৫ জুন অনুষ্ঠিতব্য আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। এ সময় চুন্নু তার বক্তব্যে, সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

এর আগে বোরহান উদ্দিন আহমেদ চুন্নু দ্বিতীয় বারের মতো নৌকা প্রার্থী হয়ে তার নির্বাচনী এলাকা এ আর বি কলেজের সামনে এসে পৌঁছালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে এর আগে বোরহান উদ্দিন আহমেদ চুন্নু মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলে মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে আমঝুপি নেওয়া হয়।

বোরহান উদ্দিন আহমেদ চুন্ন একটি খোলা মাইক্রোর উপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এসময় মোটরসাইকেল শোভাযাত্রাটি আমঝুপি ইউনিয়নের হিজুলি, ইসলামনগর, খোকসা হয়ে আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমঝুপি বাজারে গিয়ে শেষ হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন