Home » মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের বদিল কার্যকর করতে আদেশ দিয়েছে নির্বাচন কমিশন

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের বদিল কার্যকর করতে আদেশ দিয়েছে নির্বাচন কমিশন

কর্তৃক xVS2UqarHx07
306 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের বদিল কার্যকর করতে আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বদলিকৃত মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের বদলির আদেশ কার্যকর করতে নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন। উপরোক্ত আদেশ কার্যকর করে নির্বাচন কমিশন অবহিত করতে পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী ও ৮ কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনের মেহেরপুর সদর থানার ওসি শাহ দারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন।

এর আগে গত ১৩ এপ্রিলের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খানকে বদিলর ছাড়পত্র নিতে খুলনা রেঞ্জ ডিআইজি নির্দেশ প্রদান করলেও তিনি বদলি না বহাল ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন