নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার প্রিক্যাডেট এন্ড হাইস্কুলের ৭সপ্তম শ্রেণির এক ছাত্রকে স্কুলে পড়া না হওয়ার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় ক্লাসের শিক্ষক আলফাজ উদ্দিন পড়া না হওয়ার কারণে বেতের ছড়ি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে।
আহত ছাত্র আবির হাসানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের বাবা আলফারুক জানান,মঙ্গলবার সকালে গাংনী প্রিক্যাডেট স্কুলে গেলে ক্লাস শিক্ষক আলফাজ উদ্দিন পড়া না হওয়ার কারণে তাকে ছড়ি দিয়ে মারপিট করে। স্কুল ছুটির পর বাড়িতে এসে তাঁর ছেলে কান্নায় ভেঙে পড়ে।
এ সময় আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে আমি গাংনী হাসপাতালে নিয়ে যায়। শিক্ষক আমার ছেলেকে বিনা করণে মারধর করেছ। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গাংনী থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক আলফাজ উদ্দিন বলেন, বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ক্লাস চলাকালিন সময়ে ছাত্র আবির হাসান হাসা হাসি করেছে।তাকে নিষেধ করলে আমাকে গালাগালি করার কারণে সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে ৩ টা আঘাত করা হয়েছে। এর বেশি কিছুনা।
এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ছাত্রের বাবা শিক্ষকের বিরুদ্ধ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।