নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।
রবিবার (৩ জুলাই), সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এলাকার মরহুম আবুল কাশেম এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত গাংনী উপজেলার মাইলমারী গ্রামের পটল মিয়ার ছেলে রানা জানান, আমি গাংনী থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিলাম। এসময় সাহারবাটী থেকে দ্রুতগতিতে গাংনীগামী একটি মোটরসাইকেল আমাকে সজোরে ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে আমার মোটরসাইকেল ১০ হাত দূরে নিয়ে যায়। এতে আমি পড়ে গিয়ে গুরুতর আহত হই। মোটরসাইকেলটিও ভেঙে চুরে যায়।
স্থানীয়রা আমাদের দু’জনকে গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা সেবা নিয়ে আমি বাড়ি ফিরে আসি। অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসা সেবা নেওয়ার পর পালিয়ে যায়। তিনার বাড়ি সাহারবাটী বলে জানা গেছে। তার নাম জানা সম্ভব হয়নি। তবে তার একটি দাঁত ভেঙে গেছে বলে জানা গেছে।