Home » গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে মোটরসাইকেল চুরি

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে মোটরসাইকেল চুরি

কর্তৃক xVS2UqarHx07
130 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

গণডাকাতির রেশ না কাটতেই মেহেরপুর গাংনীর বামন্দী- দেবীপুর সড়কের পুলিশ ক্যাম্পের অদূরে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্থানীয় সাঈদ নার্সারীর পাশ থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। যার নম্বর মেহেরপুর ল- ১১-৫২৩৮। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
ওই মোটর সাইকেলের মালিক বামন্দী ক্যাম্প পাড়ার আলীহীম মিলিটারীর ছেলে আরিফ।

ভুক্তভোগি আরিফ জানান, তিনি মোটরসাইকেলটি তালাবদ্ধ রেখে তার আমবাগানে যান। ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পান না। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নেয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য; গত শনিবার দিবাগত রাতে একই স্থানে গণডাকাতির ঘটনা ঘটে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন