সহকারী বার্তা সম্পাদক মোঃ শাহিন আহমেদ:
মেহেরপুরের গাংনীতে বৃহত্তর কুষ্টিয়া লেখক পাঠক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে গাংনী অডিটোরিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যেদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক বাংলাদেশ বার্তা কুষ্টিয়া সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বৃহত্তর কুষ্টিয়া লেখক পাঠক ফোরামের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্য ও শিশু সাহিত্যে বাংলা অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত রফিকুর রশিদ রিজভী, বিশিষ্ট কবি ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুই ও কবি ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি নাজমুল হেলালসহ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন সাহিত্যক ও বিভিন্ন পর্যায়ের পাঠকরা উপস্থিত ছিলেন।