Home » মেহেরপুর জেলা ডিবি পুলিশের কিশোর গ্যাং, ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

মেহেরপুর জেলা ডিবি পুলিশের কিশোর গ্যাং, ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

কর্তৃক xVS2UqarHx07
223 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা ডিবি পুলিশের কিশোর গ্যাং, ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান । মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর ডিবি’র এস আই জুম্মান, এসআই বিশ্বজিৎ, এএসআই হেলালসহ ডিবি পুলিশের একটি দল মেহেরপুর পৌরসভায় বিভিন্ন ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, কলেজের মোড়ে কিশোর গ্যাং ইভটিজিং বিরোধী অভিযান চালান। এ সময় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে স্কুল কলেজের পোশাক পরে কয়েকজন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাফেটেরিয়া, চায়ের দোকানে বসে থাকতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে কি কারণে এই সময় এখানে বসে রয়েছে। এসময় অভিযানের প্রথম দিনেই তাদেরকে সতর্ক করে দেয়া হয়। ভবিষ্যতে স্কুল কলেজ চলাকালীন সময় যাতে করে তারা এবার ঘুরে না বেড়ায় তার জন্য সতর্ক করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন