Home » চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এর শুভ উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
157 ভিউজ

জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলায় ডিসি সাহিত্য মঞ্চে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এর শুভ উদ্বোধন উপলক্ষে আজ বুধবার (১৬) নভেম্বর সকাল সাড়ে দশটায় বেলুন-ফেস্টুন উড়িয়ে র‍্যালি ও স্টল পরিদর্শন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে ১৬ ও ১৭ নভেম্বর ২০২২ (দুই) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দোয়েল চত্বর কোর্টমোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আয়োজনের সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ র‍্যালি শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টল পরিদর্শন করেন। পরবর্তীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আলী আজগার,টগর মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব ডাঃ মোঃ সাজ্জাৎ হাসান, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা, জনাব আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), চুয়াডাঙ্গা, জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা, জনাব মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন