আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী পৌর এলাকার (১নং ওয়ার্ড) বাঁশবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার একটি পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় অস্ত্র (হাত কুড়াল) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে ২টি দেশীয় অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের মৃত আবু বক্করের পুকুরপাড়ে কয়েকজন শিশু খেলা খেলছিল। খেলার এক পর্যায়ে শিশুরা পুকুরপাড়ে ২টি কুড়াল পড়ে থাকতে দেখে। এসময় তারা স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটিদল কুড়াল ২টি উদ্ধার করে।