Home » গাংনী‌তে গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গেছে অজ্ঞাত দুই মাদক কারবারী

গাংনী‌তে গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গেছে অজ্ঞাত দুই মাদক কারবারী

কর্তৃক xVS2UqarHx07
229 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মে‌হেরপু‌রের গাংনী উপ‌জেলার ভাটপাড়ায় (কু‌ঠি) পু‌লিশ দে‌খে ৩ কে‌জি গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গে‌ছে অজ্ঞাত দুই মাদক কারবারী। আজ মঙ্গলবার সকা‌লে ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স ফোর্স নিয়ে ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান করছিলেন।

এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে গাংনীর দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। মোটরসাইকেলে ঝুলানো ছিল একটি প্লাস্টিকের ব্যাগ। যার ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানাই পুলিশ এ ঘটনায় অজ্ঞাতও দুই আসামির নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

উদ্ধার হওয়া অ্যাপাচি লাল রংয়ের ফোর ভি মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২।

০ মন্তব্য

You may also like

মতামত দিন