নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিব নগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় মুজিবনগর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন।এদিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এর আগে মুজিবনগর স্মৃতিসৌধ পোস্ট করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস উপজেলা দাসীর পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।