Home » মেহেরপুরে র‍্যাবের অভিযানে নকল ব্যান্ড রোল সম্বলিত প্রায় ৪ লক্ষ শলাকা বিড়ি উদ্ধার

মেহেরপুরে র‍্যাবের অভিযানে নকল ব্যান্ড রোল সম্বলিত প্রায় ৪ লক্ষ শলাকা বিড়ি উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
241 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে র‍্যাবের অভিযানে নকল ব্যান্ড রোল সম্বলিত প্রায় চার লক্ষ শলাকা বিড়ি উদ্ধার।

 

মেহেরপুরে র‍্যাবের অভিযানে নকল ব্যান্ড রোল সম্বলিত প্রায় চার লক্ষ শলাকা বিড়ি উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এস এ কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১২ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানাগেছে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন কোম্পানির বিড়ির প্যাকেটে নকল ব্যান্ড রোল সাঁটিয়ে ৩ লক্ষ ৮১ হাজার ৭শ শলাকা নকল বিড়ি এস এ কুরিয়ার সার্ভিসে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর লক্ষে বিড়ি গুলো বুকিং দেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের সদস্যরা অভিযান চালিয়ে বিড়িগুলো উদ্ধার করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন