আমঝুপি অফিস:
মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন দিবস পালিত
সরকারের পাশাপাশি এনজিওগুলো দেশের কল্যাণে ভূমিকা রাখছে
মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন (বিএনএফ)-এর সহযোগী সংস্থাসশূহের আয়োজনে যথাযোগ্য মর্যাদায বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন দিবস-২০২৪ পালিত হয়। গত সোমবার দিবসটি উদ্যাপন উপলেক্ষে এক আলোচনা সভা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মেহেরপুরে অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি জনাব মুহঃ মোশাররফ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহেরপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, এ জে এম সিরাজুম মূনির উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, মেহেরপুর ও জনাব মনিরুল ইসলাম, ব্র্যাক জেলা প্রতিনিধি মেহেরপুর। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক, জনাব আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলার বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশনের প্রতিনিধিত্বকারী সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব, মঈন-উল-আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব মুরাদ হোসেন, উন্নয়ন কর্মী মউক, জনাব, গোলাম কিবরিয়া নির্বাহী পরিচালক, পল্লি জনউন্নয়ন কল্যাণ সংস্থা মেহেরপুর, উপকারবোগীদের মধ্যে বক্তব্র রাখেন, মোছাঃ মহিমা খাতুন, মোছাঃ ছামিয়ারা খাতুন, সুফিয়া খাতুন, হাসনাত আলী। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, তরিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলামিক ফাউণ্ডেশন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এনজিও প্রধানগণ, কর্মকর্তা কর্মচারী, উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।