Home » মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

কর্তৃক xVS2UqarHx07
75 ভিউজ

 

মেহেরপুর প্রতিনিধি:

 

 

“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য মধ্য দিয়ে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে বৃহষ্পতিবার (২ জানুয়ারী) মেহেরপুর কলেজ মোড় থেকে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি ওয়াকাথন বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণকর রাষ্ট্র গঠনে সমাজসেবায় ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন