Home » মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে  মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত-২।

মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে  মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত-২।

কর্তৃক xVS2UqarHx07
231 ভিউজ

 

আমঝুপী অফিসঃ

মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে কিছুদিন ধরে চলছে অবৈধ ভাবে মাটি কাটা কাজ ও সেই মাটি বিভিন্ন ইঁট ভাটায় বা বিভিন্ন জায়গায় বিক্রি দেওয়া হচ্ছে, এতে মানুষের জিবনের অনেক খয়-খতি হচ্ছে, রাস্তা ভেঙ্গে যাচ্ছে, সরকারি খাল নষ্ট হচ্ছে, স্কুল গামী ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে যাওয়া অনেক অসুবিধায় পড়তে হচ্ছে এবং রাস্তায় এক্সিডেন্ট হচ্ছে, রবিবার ২৬ শে জানুয়ারি-২০২৫ সন্ধ্যায় চুয়াডাঙ্গা মেহেরপুর মহাসড়কের চাঁদপুর নামক স্থানে মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে,ট্রাক্টরের ড্রাইভারের নাম টোটাল (৩৮)বাড়ি গাংনী উপজেলার ঢেপা গ্রামে, মোটরসাইকেল চালক ও পিছনে বসে থাকা আরও একজন আহত হয়েছে, তবে জানা গেছে দুজনেরই বাড়ি চুয়াডাঙ্গায় ফার্ম পাড়ায়,মাটি বোঝাই ট্রাক্টরটি স্থানীয় জনগণ জব্দ করে বারাদী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বারাদী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন