Home » ডিজিটাল মার্কেটিংয়ের যত টুলস

ডিজিটাল মার্কেটিংয়ের যত টুলস

কর্তৃক xVS2UqarHx07
543 ভিউজ

ডিজিটাল বিপ্লবের এ সময়ে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং। করোনা-পরবর্তী সময় ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা যেন আকাশচুম্বী। অনেক উদ্যোক্তা বাধ্য হয়েছেন তাদের ব্যবসার মডেলে ডিজিটাল মার্কেটিংকে অন্তর্ভুক্ত করতে। এ মার্কেটিংয়ে রয়েছে হাজার রকমের টুলস। বিভিন্ন রকম টুলস ব্যবহার ছাড়া ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়। যুগান্তরের আজকের আয়োজনে সেরা কিছু ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে বিস্তারিত লিখেছেন ডিজিটাল মার্কেটার- মোহাম্মদ ইমন খান

গুগল এনালিটিক্স

ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী টুলস ধরা হয় এটিকে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো ব্যবহারকারী একবারে ফ্রিতে গুগল এনালিটিক্স টুলসটি ব্যবহার করতে পারবেন। বিজনেসের যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে এ টুলসটি ব্যবহার করতেই হবে, কেননা এ টুলসটি ওয়েবসাইটের ভিজিটরের গতি প্রকৃতি তুলে ধরবে। বেশিরভাগ উদ্যোক্তাদের জন্য গুগল এনালিটিক্সের ফ্রি ভার্সনটি যথেষ্ট। অতিরিক্ত কোনো ফিচার সংযুক্ত করতে চেয়ে এর পেইড ভার্সনটিও পাওয়া যাবে।

কিওয়ার্ড প্লানার

গুগলের এ টুলসটিও একবারে ফ্রিতে ব্যবহার করা যায়। ইন্ডাস্ট্রির বিভিন্ন কিওয়ার্ড নিয়ে খুব সহজে রিসার্চ করা যায়। সাইটের এসইও-এর জন্য কিওয়ার্ড রিসার্চ খুবই জরুরি যা কিনা গুগল কিওয়ার্ড প্লানার দিয়ে সহজেই করা যায়। আবার কনটেন্ট মার্কেটিংয়ের জন্যও কিওয়ার্ডের ভলিউম জেনে নিতে পারবেন খুব সহজে গুগল কিওয়ার্ড প্লানার থেকে।

গুগল সার্চ কনসোল

ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোলের প্রয়োজনীয়তা অপরিসীম। আগে এটি গুগল ওয়েবমাস্টার নামে পরিচিত ছিল। ওয়েবসাইটের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা সহজে দূর করা যায় এ টুলসটি ব্যবহার করে। গুগল সার্চ কনসোলের মাধ্যমে সেই ট্রাফিকগুলো নিয়েই অবহিত করবে যেগুলো ওয়েব সার্চ থেকে এসে থাকে।

ট্যাগ ম্যানেজার

ব্যবসায়ের টার্গেট অডিয়েন্সকে ট্র্যাক করে রিমারকেটিং করার জন্য বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হয়। এ বিভিন্ন রকমের ট্যাগ ম্যানেজের ঝক্কি-ঝামেলা থেকে বাঁচাতে পারে গুগলের এ ফ্রি টুলসটি। অনেক সময় এ ট্যাগ বসানোর জন্য ওয়েব ডেভেলপারের কাছে বারবার যেতে হয়। কিন্তু যদি গুগল ট্যাগ ম্যানেজার শিখে ফেলতে পারেন তাহলে আপনি নিজেই নিজের ওয়েবসাইটে কোডগুলো বসিয়ে ফেলতে পারছেন। তাহলে আর দেরি করছেন কেন এখনই শিখে ফেলুন গুগল ট্যাগ ম্যানেজার

সিমিলার ওয়েব

এই টুলসটি ব্যবহার করে খুব সহজে কমপিটিটরের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। ফ্রি ভার্সনে বেসিক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি পেইড ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে হরেক রকমের ফিচার ব্যবহার করতে পারবেন।

জোহো সোশ্যাল

এটি মূলত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুলস। বিজনেসে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফরম ম্যানেজ করতে হয় তাহলে এ টুলসটির কোনো বিকল্প নেই। অনেকসময় একই কনটেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দিতে হয়। জোহো সোশ্যাল ব্যবহার করে খুব সহজে এক ক্লিকে একই সময় বিভিন্ন প্লাটফর্মে পোস্ট দেওয়া যায়। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডেটা দরকার হচ্ছে রিপোর্ট বানানোর জন্য যা কিনা আপনি জোহো সোশ্যাল ব্যবহার করে খুব সহজে তৈরি করা সম্ভব।

ফেসবুক এডস লাইব্রেরি

ফেসবুকের এ টুলসটি সহজে ব্যবহার করে জেনে নিতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের ফেসবুক পেজে কি ধরনের এড চালাচ্ছে যা কিনা আপনার পেজের জন্য কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে।

মেইল চিম্প

আপনি যদি আপনার বিজনেস অথবা সার্ভিসের জন্য ইমেইল মার্কেটিং করতে চান তাহলে মেইল চিম্প ব্যবহার করতে পারেন। এর ব্যবহার পদ্ধতিও অনেক সহজ। খুব সহজেই আপনি মেইল চিম্প ব্যবহার করে আপনার টারগেটেড কাস্টমারকে আপনার বিজনেসের সঙ্গে ইনভল্ভ করতে পারেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন