Home » খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
259 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা দুলাল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) ঐ শিশুর (১৩) মায়ের দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মানিকছড়ির সদর ইউনিয়নের গচ্ছাবিলের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুলাল মিয়া স্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন সময় নিজ কন্যা (১৩) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৪ আগস্ট মেয়েটিকে পুনরায় ধর্ষণ করার পর গত সোমবার সে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে দেয়। এর প্রেক্ষিতে ভিকটিমের মা স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন ও সাবেক চেয়ারম্যান আবুল কালামকে বিষয়টি জানালে তাদের পরামর্শে তিনি মঙ্গলবার (১৭ আগস্ট) স্বামী দুলাল মিয়ার বিরুদ্ধে নিজ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিম দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রীর কন্যা। মামলা রুজুর পর পুলিশ দুলাল মিয়াকে গ্রেফতার করে।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের মায়ের দায়ের করা মামলায় (নম্বর ৪, তারিখ ১৭/৮/২১) আসামি দুলাল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে খাগড়াছড়ি জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। সূত্র দৈনিক ইত্তেফাক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন