আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস মেহেরপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী সাদিয়া ইসলাম, পূর্ণিমা বালা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, অভিভাবক ইসরাইল, শিক্ষক ও সাংবাদিক তোজাম্মেল আযমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের নয়, পুরো সমাজের জন্য গর্বের। আগামী দিনে এ কৃতিত্ব যেন আরও বিস্তৃত হয়, সে জন্য অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ আয়োজনে স্থানীয় শিক্ষা সম্প্রদায়, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।