Home » মেহেরপুরের হরিরামপুর বিলে এক যুবকের মরদেহ উদ্ধার ।

মেহেরপুরের হরিরামপুর বিলে এক যুবকের মরদেহ উদ্ধার ।

কর্তৃক xVS2UqarHx07
115 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে সীমান্তঘেঁষা হরিরামপুর বিলে বিজিবি’র ধাওয়া খেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তঘেঁষা হরিরামপুর বিলে বিজিবি’র ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ ওরফে মিঠু (৪০)। তিনি মেহেরপুর শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতের সীমান্তের দিকে চার যুবক যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশের ভূখণ্ডে মেহেরপুর ঝাঝা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চারজনই হরিরামপুর বিলে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠলেও বাবু নিখোঁজ হন।

পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হরিরামপুরে গেলে বিলের পাহারাদাররা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদ↑ জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার জানিয়েছে, বাবু শেখ একজন মাদকসেবী ছিলেন। পুলিশেরও ধারণা, তিনি মাদক কিনতে সীমান্তে গিয়েছিলেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

সীমান্ত এলাকায় মাদক কারবার ও বিজিবির ধাওয়ার ঘটনায় এই ধরনের মৃত্যু স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বিজিবির ধাওয়ার কথা জানা গেছে। গোয়েন্দা সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন