আমঝুপি অফিস:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামের ময়নালের মেয়ে রুনা লায়লা এবং চর শৌলমারী গ্রামের লস্করের মেয়ে দীর্ঘদিন ধরে স/ম/কা/মী সম্পর্কে জড়িত। এ সম্পর্ক থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা বর্তমানে ননদ-ভাবি সম্পর্কের।
গত ৯ আগস্ট শনিবার রাতে বিয়ের দাবিতে বি/ষ পানের হুমকি দিয়ে অনশনে বসেন তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।