নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসানকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের বাসিন্দা এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের ছেলে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক আসিফ হাসানসহ ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শপথ গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আসিফ হাসানই মেহেরপুর জেলার ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।