Home » মেহেরপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মেহেরপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ছোট দল আখ্যা দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন বলেছেন, মেহেরপুর জেলায় যে কমিটি হয়েছে সেটি বিএনপির ছোট দল। কমিটি ছোট হোক তারপরেও ওই বিএনপিকেও আমাদের রক্ষা করতে হবে। এই কমিটিতে যারা আছেন তারাও আমাদের ভাই। আজ মঙ্গলবার বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেহেরপুরের নবাগত এসপি ও ডিসি’কে উদ্যেশ্যে করে মাসুদ অরুন আরও বলেন, নতুন কমিটির ফোনে কাজ করার আগে জনগণের ভাষা বুঝবেন। জনগণের ভাষা বুঝে যদি কাজ না করেন, আগামীতে পার্কে সমাবেশ হবেনা, সমাবেশ হবে ডিসি অফিসের সামনে, এসপি অফিসের সামনে। আগামীতে কাউকে জনগণের স্বার্থের বাইরে এক পা ফেলতে দেওয়া হবেনা। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কেউ চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছেন। এখন তাদের নাম প্রকাশ করছি না। তবে, আগামীতে চাঁদাবাজি করতেও দেওয়া হবেনা।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা প্রমুখ। সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন