Home » মেহেরপুরে মাদক মামলায় ২ আসামীর জেল-জরিমানা।

মেহেরপুরে মাদক মামলায় ২ আসামীর জেল-জরিমানা।

কর্তৃক ajkermeherpur
39 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে মাদক মামলায় ২ আসামির জেল-জরিমানা

মেহেরপুরে মাদক রাখার অপরাধে মোঃ জনিরুল ইসলাম ওরফে জনি ও মোঃ শাহাবুদ্দিন শেখকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার গোভিপুর থেকে হরিরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় আসামি মোঃ জনিরুল ইসলাম ওরফে জনি ও মোঃ শাহাবুদ্দিন শেখকে গোভিপুর-হরিরামপুর সড়কের কালভার্টের কাছ থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ১নং আসামি জনির জিন্সের ডান পকেট থেকে ৩ গ্রাম এবং ২নং আসামি শাহাবুদ্দিনের লুঙ্গির ডান পাশের কোচর থেকে ২ গ্রাম মোট ৫ গ্রাম হেরোইন তারা নিজেরাই বের করে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নথি ও সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন