Home » মেহেরপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে।

মেহেরপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে।

কর্তৃক ajkermeherpur
81 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক ফারুকী, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন