আমঝুপি অফিস:
মেহেরপুরে আন্তর্জাতিক নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস পালিত
আজ ০৭ সেপ্টেম্বর আন্তজাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়াক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুবাহ্’র সভাপতি জনাব মুন্সি জাহাঙ্গীর জিন্নাত-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জনাব মঈন-উল-আলম নির্বাহী পরিচালক সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, সহকারী শিক্ষক জনাব হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান, বিষয় ভিত্তিক আলোচনা করেন লুবনা ইয়াছমিন, এডমিন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা, ফৌজিয়া সুলতানা প্রকল্প সমন্বয়কারী সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, আলোচনা শেষে ছাত্রীদের শপথ বাক্য পাঠ ও গাছের চারা বিতরণ করা হয়।

