Home » মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

কর্তৃক ajkermeherpur
104 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর : ১০-০৯-২৫
মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্য রেখার কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত ব্যক্তিটি এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল। এলাকার মানুষ তাকে খাবারও দিয়েছিল। এলাকার মানুষ তাকে ভারসাম্যহীন পাগল হিসেবে জানতো। সন্ধ্যার আগে স্থানীয় লোকজন তার মরদেহ সীমান্তের শূন্য দেখায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।
পুলিশ আরো জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন