সাতক্ষীরার শ্যামনগরে জুম্মার নামাজে খুতবা দিতে গিয়ে মারা গেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও খতিব সিদ্দিকুল ইসলাম (৭০)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে ইসলামী বয়ানরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
সিদ্দিকুল ইসলাম শ্যামনগরের যতীন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে। তবে তিনি স্ত্রী-সন্তান নিয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে বসবাস করতেন।
তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লিরা বলেছেন, “জীবনের শেষ মুহূর্তেও তিনি ইসলামের বাণী প্রচার করতে করতে না ফেরার দেশে চলে গেলেন।”