Home » মুজিবনগরে আ.লীগ নেতার কু-প্র’স্তা’বে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী’কে মা’র’ধরে’র অ’ভি’যোগ ।

মুজিবনগরে আ.লীগ নেতার কু-প্র’স্তা’বে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী’কে মা’র’ধরে’র অ’ভি’যোগ ।

কর্তৃক ajkermeherpur
47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কবিতা খাতুন নামের এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুল নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের কুঠিপাড়ায় এই মারধরের ঘটনা ঘটে।
কবিতা খাতুন একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আহসান হাবীবের স্ত্রী। অভিযুক্ত মফিজুল ইসলাম একই এলাকার গাফুর আলীর ছেলে এবং দারিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী নারী রবিবার বিকেলে মুজিবনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহসান হাবীব মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী। স্বামী প্রবাসে থাকার সুবাদে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা মফিজুল প্রায় সময় কবিতা খাতুনকে কু-প্রস্তাব দেয় এবং চাঁদা দাবি করে। মফিজুলের প্রস্তাবে ও চাঁদা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় অত্যাচার করে। শুক্রবার মফিজুল আবারও কু-প্রস্তাব দেয় কবিতা খাতুনকে। বিষয়টি কবিতা খাতুন তার পরিবারের অন্য সদস্যদের জানালে মফিজুল ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে মফিজুলের নেতৃত্বে মফিজুলের ছেলে মমিন, স্ত্রী ডলি আক্তার এবং মোছাঃ সাবু তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও মারধর করে। বিষয়টি জানতে পেয়ে কবিতা খাতুনের ছোট শশুর বাদশা ও ননদের ছেলে আসিফ তাদের বাঁধা দিতে গেলে তাদেরকেও ইট ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করা হয়। বাদশা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে জানতে মফিজুলের ০১৯৪৩-৭০৪৫০৮ নম্বরে কয়েকবার যোগযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কবিতা খাতুনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন