Home » মেহেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান: গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

মেহেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান: গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
45 ভিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সিপিসি-৩, মেহেরপুরের বিশেষ অভিযানে ৪.৩৫০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় র‌্যাব-১২, সিপিসি-৩, গাংনী কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৪.৩৫০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোনসহ স্থানীয় মৃত মুহাম্মদ বিশ্বাসের ছেলে সহিদ বিশ্বাস (৬৮) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সহিদ বিশ্বাস স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করে আসছিলেন।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল নাগরিককে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন