আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ও চাঁদবিল নামক স্থানে এ পল্লী বিদ্যুৎ মিটার চুরি জানা গেছে চাঁদবিল বাজারে ও আমঝুপি হাট পাড়ার থেকে রাতের আঁধারে চোর এ মিটার চুরি করেছে এ এবং সেই মিটার এই স্থানে কাগজে মোবাই নাম্বার লিখে দিয়ে যাচ্ছে এবং ওই নাম্বারে যোগাযোগ করতে বলছে ওই নাম্বারে ফোন দিলে কারো কাছে থেকে ১০ হাজার এবং কারোর কাছ থেকে ১৫ হাজার টাকা করে চাওয়া হচ্ছে । বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
বিস্তারিত আসতেছি….