নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। তাই মেহেরপুরকে দেশের এক নম্বর জেলায় পরিণত করতে চাই। এ জন্য আমরা গর্বিত। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৮ তলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মেহেরপুরের স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও অর্থ-সামাজিক উন্নয়নে সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করা উচিত। গাংনীতে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ছাপ গোটা মেহেরপুর জেলাতেই দেখতে চাই।’
তিনি আরও আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের শ্রম ও প্রচেষ্টায় একদিন মেহেরপুর উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে। সরকারি সব কর্মকর্তা এই উন্নয়নে সহযোগিতা করবেন বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।ভবন উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব মো. কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুর সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শারিয়ার শাইলা জাহানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।