Home » ৭০ বছরের বৃদ্ধও দেখেননি এমন দৃশ্য: দুধ দিচ্ছে ১৭ দিনের বাছুর।

৭০ বছরের বৃদ্ধও দেখেননি এমন দৃশ্য: দুধ দিচ্ছে ১৭ দিনের বাছুর।

কর্তৃক ajkermeherpur
19 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা। মাত্র ১৭ দিনের এক বাছুর গাভীর মতো দুধ দিচ্ছে! এমন খবর ছড়িয়ে পড়তেই খামার মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। কেউ দাঁড়িয়ে দেখছেন দুধ দোহন এবং আবার কেউ ছবি তুলছেন স্মৃতিময় করে রাখার জন্য।ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্বচরকরণশী গ্রামের হারুনুর রশীদের খামারে। খামারিসহ স্থানীয়রা বিষয়টিকে আল্লাহর অদ্ভুত খুদরত হিসেবে দেখছেন। তবে প্রাণিসম্পদ কর্মকর্তারাও এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে স্বীকার করেছেন।

হারুনুর রশীদ জানান, প্রায় দুই বছর আগে তিনি ৭৫ হাজার টাকায় একটি বকনা বাছুর কিনেছিলেন। সম্প্রতি সেই গাভী একটি বাছুর জন্ম দিয়েছে। জন্মের পর থেকেই খেয়াল করেন, বাছুরটির ওলান অস্বাভাবিকভাবে বড়। পরে পরীক্ষা করে দেখেন, আসলেই ওলান থেকে দুধ আসছে। খবর জানানো হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খামারি হারুন বলেন, এই বাছুরের দুধ গাভীর মতোই। আমি নিজেও খেয়েছি, আমার সন্তানদেরও খাইয়েছি। এটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ নিয়ামত।হারুনের বাবা আব্দুল কাদির বাচ্চু জানান, তার ৭০ বছরের জীবনে এমন ঘটনা কখনো শোনেননি বা দেখেননি। এলাকাবাসীরাও বলছেন, এটি একেবারেই অভাবনীয় বিষয়।সাবেক সেনা সদস্য মিজানুর রহমান বলেন, দেশ-বিদেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন কিছু চোখে পড়েনি। প্রথমে বিশ্বাস হয়নি। এখন নিজের চোখে দেখে বুঝলাম এবং এই ঘটনা সত্যিই বিস্ময়কর।করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এম. এ আউয়াল তালুকদার জানান, প্রলেকটিন হরমোন নির্গত হওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, আমার দীর্ঘদিনের চাকরি জীবনে এটাই প্রথম ঘটনা। এটি সত্যিই ব্যতিক্রমী। তবে বাছুরটির দুধ খাওয়ায় কোনো ক্ষতি হবে না, স্বাদ ও গুণাগুণ গাভীর দুধের মতোই।

এলাকাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই দুধওয়ালা বাছুর। প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষ। কেউ বলছেন অলৌকিক, কেউ বলছেন বৈজ্ঞানিক ব্যতিক্রম। তবে সবার এক কথা—এটি নিঃসন্দেহে বিরল ঘটনা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন