নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের সীমান্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে। রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/৬-এস থেকে আনুমানিক ২৫০ গজ ভেতরে গাংনী উপজেলার খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদ রানা (৪০), তার স্ত্রী মোছাঃ আনেরা বেগম (৩২), এবং মোঃ লোকমান আলী (৩৫) কে আটক করা হয়। এ সময় ৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটকরা গাংনী থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল মাদক স্টোরে জমা রাখা হয়েছে