Home » মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে পর্যালোচনা সভা।

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে পর্যালোচনা সভা।

কর্তৃক ajkermeherpur
95 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল।

আলোচনায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ মেয়াদে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলার নথি ব্যবস্থাপনা, আদালতের এখতিয়ার ও ক্ষমতা, প্রচার কার্যক্রম এবং পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয় তুলে ধরা হয়।

প্রকল্পের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামান সভা সঞ্চালনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি ও প্রোজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট শংকর পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম, মুজিবনগরের ইউএনও পলাশ মন্ডল, গাংনীর ইউএনও আনোয়ার হোসেন এবং সহকারী কমিশনার (স্থানীয় সরকার) মো. হাবিবুর রহমান।

এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা পিএফএ শাহাজুল ইসলাম, তিন উপজেলার সমন্বয়কারী আলমগীর কবির (সদর), বাবুল আক্তার (গাংনী) ও শাকিলুজ্জামান (মুজিবনগর) সভায় অংশ নেন।

বক্তারা গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিচারপ্রার্থী সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সুলভ ন্যায়বিচার পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন