Home » ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সরকারী কলেজ শাখা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সরকারী কলেজ শাখা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

কর্তৃক xVS2UqarHx07
246 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ।

শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

প্রতিবাদ সমাবেশে বক্তা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শান্তিপূর্ণ মিছিলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন তিনি প্রাণে বেঁচে যান। আজকের বিশ্ব মানবতার মা শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ অন্যরা সেদিন শহীদ হন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন