আমঝুপি অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া এলাকায় রাস্তার পাশের বাঁশঝোপ থেকে পরিচয়বিহীন এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও আনসার সদস্যরা।
রবিবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত নবজাতকের কোনো পরিচয় জানা যায়নি।
গাংনী থানা সূত্রে জানা গেছে, নবজাতককে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নবজাতকের পরিবারের খোঁজে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

